Header Ads

Header ADS

এই যে আকাশ গজল বা ইসলামি সংগীত এর লিরিক

আমরা যেদিকেই তাকাই সেদিকেই আল্লাহ তায়ালার রহমত ছড়িয়ে আছে।তার দেয়া আকাশ, বাতাস,পানি বলে শেষ করা যাবে, আকাশের নিচে মাটির উপরে, যা কিছু আছে সব ই তার দেই।আর এই সব কিছুই উঠে এসেছে কবির কলমে

এই যে আকাশ এই যে বাতাস 
যমীন ভরা ধান 
এই যে সাগর এই যে পাহাড় 
ঝর্ণা বহমান 
সবই তোমার শান হে আল্লাহ মহান।। 

এই যে চন্দ্র এই যে তারা 
জাগছে নভে তন্দ্রাহারা 
এই যে রবি এই যে শশী 
সদাই জ্বলমান 
সবই তোমার শান হে আল্লাহ মহান।। 

এই যে কুসুম চারিধারে 
নুইয়ে পড়ে মধুর ভারে 
এই যে কানন শ্যামল শোভন 
বৃক্ষ ফলবান 
সবই তোমার শান হে আল্লাহ মহান।। 

এই যে আমার কাজল মাটি 
সে যে সুখের শীতল পাটি 
এই যে হাওর এই যে বাওর 
ঢেউ- এর কলতান 
সবই তোমার শান হে আল্লাহ মহান।।


এই গজল বা ইসলামি সংগীত বলা হয়েছে। আকাশ, বাতাস, জমিন ভরা ধান  এবং ঝনা বহমান, মানে আল্লাহ তায়ালা কত ই না সুন্দর করে, আমাদের বেচে থাকার জন্যে যাবতীয় সব উপকরণ দিয়েছেন। আমরা তার কোন টাই চাই নি
আল্লাহ তায়ালার ইশারায় আকাশ এর চন্দ্র, তারা,গ্রহ নক্ষত্র সবাই নিজের জায়গা থেকে গুরছে,একটু ও ভুল হয় না

পাখির ডাক, ঝিরিঝিরি বাতাস, রাতের জোৎস্না আমাদের শান্তির পরশ খুজে পায়।গাছে ফল, ফুল,যা দেখতে সুন্দর এবং খেতে ইনেক মজা।এই গজল বা ইসলামি সংগীত আল্লাহ তায়ালার দেওয়া সবকিছু নিয়ে কবি সুরে সুরে বলেছেন                       

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.