Header Ads

Header ADS

গজল বা ইসলামি সংগীত এর বৈশিষ্ট্য বা উপকারিতা

 গজল কি
গজল হালকা মেজাজের ভাল সংগীত। আবার হালকা-গম্ভীর সুরের মিশ্রণে সিক্ত আধ্যাত্মিক গান। গজল পার্থিব প্রেমের পাশাপাশি গজল বা ইসলামি সংগীত এ আছে অপার্থিব প্রেম, যে প্রেমে স্রষ্টার প্রতি আত্মার আকূতি নিবেদিত। গজল গানে স্রষ্টা আর তার প্রেরিত মহাপুরুষদের প্রতি ভক্তির সঙ্গে মোক্ষ লাভের ইচ্ছা এসে মেলবন্ধন ঘটিয়েছে পার্থিব প্রেমের সঙ্গে।
গজল গান উর্দু ও ফার্সি ভাষায় রচিত এক ধরনের ক্ষুদ্রগীত। আমির খসরু এ গানের স্রষ্টা এবং প্রচারের ক্ষেত্রেও তার অবদান অনেক।  তিনি সম্রাট আলাউদ্দিন খিলজিকে প্রতিরাতে একটি করে গজল শোনাতেন।এ জন্যে তিনি আলাউদ্দিন খিলজির পছন্দের একজন মানুষ ও ছিলেন

গজল গানে কথা বেশি, ভাল কেউ সুর দিয়ে গজল বা ইসলামি সংগীত গাইলে আর ও ভাল লাগে। হালকা ধরনের গান হলেও সব ধরনের রচনাই এ গানের বিষয়  হতে পারে। উচ্চভাবপূর্ণ ও গাম্ভীর্যপূর্ণ রচনা কোন কোন গানে দেখা যায়। এ গানে অনেকগুলো চরণ, কলি বা তুক্ থাকে। প্রথম কলি ‘স্থায়ী’ এবং বাদবাকি কলিগুলো বলা হয় ‘অন্তরা’
গজল ভালো গাইতে হলে ভালো ভাষা ও জ্ঞান থাকা প্রয়োজন। টপ্পা ও ঠুমরির মতো গজল প্রধানত কাফি, পিলু, ঝিঝিট, খাম্বাজ, বারোয়া, ভৈরবী রাগে গাওয়া হয়। গজল গানে একটি বিশেষ আবেদন আছে, তাই এ গান শ্রোতার মনকে আপ্লুত করে তোলে। গজল খুবই জনপ্রিয় গান। সম্রাট বাহাদুর শাহ জাফর, মীর্জা গালিব, দাগ, জওক, আরজু প্রমুখ অনেক কবি অজস সুন্দর সুন্দর গজল রচনা করে গেছেন। সম্রাট জাহাঙ্গীর, সম্রাজ্ঞী নূরজাহান, নবাব ওয়াজেদ আলী শাহর মতো ইতিহাস-প্রসিদ্ধ ব্যক্তিদের রচিত অনেক গজল গানের সন্ধান পাওয়া যায়। বাংলা ভাষায় বেশকিছু গজল রচিত হয়েছে। কাজী নজরুল ইসলাম বাংলা গজল রচনায় শুরুর  ভূমিকা পালন করে

গজল’ শব্দটি আরবি থেকেই এসেছে।  গজলের পরিভাষায় উল্লেখ হয়েছে।। গজল আবার ‘কাব্য-সঙ্গীত’ নামেও পরিচিত। কারণ গজল গানে শৃঙ্গার রস যেমন মিলন আর বিরহের কথা বলে তেমনি তাতে ভক্তির কথাও উচ্চারিত হয়। দু’ধরনের ভাবের অভিব্যক্তি শৃঙ্গার রসে পরিপূর্ণতা আনে। অন্যদিকে গজল গান রচনায় যে কথা  প্রয়োগ করা হয় তাতে সব ধরনের রসের সমাবেশ দেখা যায়। ফলে গজল গান কাব্যের গুণে সমৃদ্ধ হয়ে ওঠে। তাই গজল শৃঙ্গার রসইক গান হলেও এক ধরনের ‘কাব্য-সঙ্গীত’এই বিষয় গুলা কেই বলা হয় গজল বা ইসলামি সংগীত 
                                           

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.