Header Ads

Header ADS

রাব্বুল আলামীন আল্লাহ মহান ইসলামি সংগীত বা গজল

কবি এখানে আল্লাহ তায়ালার প্রশংসা করে শেষ করা যাবে, তা নিয়ে এই ইসলামি সংগীত বা গজল এ লিখেছেন। তিনি বলছেন যে আল্লাহ এতো বেশি নেয়ামত আমাদের কে ধান করেছেন যে এই নেয়ামত শুকরিয়া করে শেষ করা যাবে না  চাদের ছায়া জেনাকি রাত, তারায় ঝিলমিল রাতের আকাশ, শিশির ভেজা ভোর সবকিছুতেই আল্লাহ তায়ালার রহমত।এই নেয়ামতের শুকর আমাদের সব সময় করা উচিত


রাব্বুল আলামীন আল্লাহ মহান 
কোতী কোটি শুক্রিয়া 
গাবো তারি গান।। 

এই পৃথিবী 
সাজানো এ সবই 
কার ভালোবাসা আর মমতার দান 
কে সে কে বলো এতো মেহেরবান। 

চাঁদোয়া রাত 
জোনাকীর আলো 
ঝিক্মিক তারা 
লাগে কি যে ভালো 
কে দিলো 
বলোতো 
তাকে কি ভোলা যায় 
ভুলে থাকা যায় 
না না না না 
ভোলা যায় না 
ভোলা যায় না 
ভুলে থাকা যায় না 
ভুলে থাকা যায় না 
তাকে তো ভোলা যায় না। 

ভুলে থাকা যায়না 
তাকে তো ভোলা যায় না। 
আমরা সবাই আজ 
তাঁরই গান গাইবো 
তাঁরই দেয়া ইসলামে 
আজীবন চল্বো। 

আমরা সবাই আজ 
তাঁরই গান গাইবো 
তাঁরই রঙ্গে আমাদের 
জীবঙ্কে রাঙ্গাবো 
এ শপথ 
এ দোয়া 
কবুল করো হে আল্লাহ। 

এসো তবে 
আজ সবে 
গেয়ে যাই 
কোরানের আলোকে 
জীবনের গান 
সত্য সুন্দর 
জীবনের গান 

এসো ভাই সকলে 
গেয়ে যাই জীবনে 
কোরানের আলোকে 
জীবনের গান 
ঝলমনে রবি 
সোনাঝরা পৃথিবীটা 
অপরুপ ছবি 
ফুলকলি হেসে উঠে 
পাপড়ি মেলে 
সে অনন্য শিল্পীর 
তুলনা কি চলে 
না না না না 
তুলনা হয়না 
তুলনা হয় না। 

ফুলগুলো কি কথায় 
হেসে ওঠে 
কোন গানে পাখিদের 
মুখ ফোটে 
জানো কি না জানো না 
বোঝো কি না বোঝো না 
বলোতো 
কে সে কে 
তাকে কি ভোলা যায় 
ভুলে থাকা যায় 
ভোলা যায় না 
ভোলা যায় না 
ভুলে থাকা যায় না 
সত্য সুন্দর জীবনের গান 
রাব্বুল আলামীন 
আল্লাহর গান 
মহানবী মহানেতা 
রাসুলের গান 
ইসলামী জীবনের 
বিজয়ের গান

এই ধরা সাজানো সবি, কার ভালবাসা আর মমতার ধান, কে সে কে বো এতো মেহেরভান। মানে হল এই ধরা৷। যে এত সুন্দর করে সাজানো। না জানি তিনি কত সুন্দর যদি তার সৃষ্টি এতই সুন্দর হয়। এবং তিনি কতটা মহান ওনার সৃস্টি দেখেই বুজা যায়।

তিনি অতটাই সুন্দর  করে সাজিয়েছে এই ধরা যে ওনার সুন্দর এর ভেতর  কোন খুত নেই। এবং কেউ এই খুত দরতে পারবে না। এতটাই নিখুত তাহার সুন্দর 
তাই কবি তাহার এই গজল বা ইসলামি সংগীত  সুরে সুরে সেই সুন্দর এর বণনা দিয়েছে
 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.